Tuesday, August 27, 2013

►লাইট নির্ভরশীল রেজিষ্টর LDR (Light Dependent Resister):


লাইট নির্ভরশীল রেজিষ্টর LDR (Light Dependent Resister):

আমরা রেজিস্টার সম্পর্কে সবাই কম বেশি জানি (পরিবাহীর মধ্য দিয়ে কারেন্ট প্রবাহের সময় পরিবাহী পদার্থের যে ধর্ম বা বৈশিষ্ট্যের কারণে তা বাধাগ্রস্থ হয় তাকে রেজিস্ট্যান্স বলে।রেজিস্ট্যান্স এর প্রতীক Rএকক Ohm)

এখন জানাবো Light Dependent Resister সম্পর্কে, এটি একটি বিশেষ ধরনের রেজিস্টার। 
LDR হলো বিশেষ এক ধরনের আলোক সংবেদী রেজিস্টর যার উপর আপতিত আলোর হ্রাস বৃদ্ধিতে এর আভ্যন্তরীণ রেজিস্ট্যান্সের হ্রাস বৃদ্ধি ঘটে।
এর উপরের পৃষ্টে পতিত আলোর পরিমান যত কমতে থাকে এর রোধ সেই সাথে তত বাড়তে থাকে। আবার আলোর বৃদ্ধিতে রোধ কমতে থাকে

No comments:

Post a Comment