Wednesday, July 31, 2013

AC OR DC




AC DC কারেন্ট -

DC(Direct Currecnt):

তড়িৎ প্রকৌশলের ভাষায় একমূখী তড়িৎ প্রবাহ বা একমূখী বিদ্যুৎ প্রবাহ বা একমূখী প্রবাহ( ইংরেজি ভাষায় Direct Currecnt) হচ্ছে তড়িৎ বা বিদ্যুতের সেই ধরনের প্রবাহ যেটি সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করে না

সাধারণতঃ ব্যাটারি বা বিদ্যুত কোষ, তাপযুগল বা থার্মোকাপল, সৌরকোষ এবং কম্যুটেটর ধরনের ডায়নামোজাতীয় বৈদ্যুতিক যন্ত্র থেকে পাওয়া যায়একমূখী বিদ্যুৎ প্রবাহ যে কোন বিদ্যুৎ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হতে পারেএটি অর্ধপরিবাহী বা সেমি কন্ডাক্টর, ইন্সুলেটর এমনকি ইলেক্ট্রন বা আয়ন বীম হিসেবে শূণ্যস্থান দিয়েও প্রবাহিত হতে পারেএকমূখী প্রবাহকে প্রথমদিকে গ্যালভানিক প্রবাহ নামেও ডাকা হত

AC(Alternating current):

পরিবর্তী তড়িৎ প্রবাহ (তড়িৎ চাপ) বলতে সেই তড়িৎ প্রবাহকে বোঝায়- যে তড়িৎ-প্রবাহের মান একটা নির্দিষ্ট সময় অন্তর একটা নির্দিষ্ট cycle অনুসরণ করে অনবরত পাল্টাতে থাকে আবার যেহেতু দুটো অর্দ্ধ সাইকল-এর সাহায্যে এক একটা সাইকেল সম্পূর্ণ হয়, তাই সাইকেল এর প্রথম অর্ধে তড়িৎ-প্রবাহ সার্কিটের মধ্যদিয়ে যেদিক দিয়ে প্রবাহিত হয়, দ্বিতীয় অর্ধে প্রবাহিত হয় ঠিক তার বিপরীত দিক দিয়েঅর্থাৎ যে কারেন্টের প্রবাহের অভিমুখ একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার বিপরীত হয় তাকেই বলা হয় অল্টারনেটিং কারেন্ট বা পরিবর্তী প্রবাহ

No comments:

Post a Comment