Wednesday, July 31, 2013

LighT






লাইট-এমিটিং ডায়োড অথবা এলইডি (ইংরেজি: Light-Emitting Diode অথবা LED) :

ইলেকট্রনিক্সে বহুল ব্যবহার্য বাল্ববিভিন্ন রঙের হয়ে থাকে, প্রায় প্রতিটি ইলেকট্রনিক্সের যন্ত্রে এর ব্যবহার হতে দেখা যায়মোবাইলের কি প্যাড জ্বলে ওঠাও এই এলইডি-এর অবদানএতে খুবই কম তড়িৎ প্রবাহ প্রয়োজন হয়সাধারণত ১০-২০ মিলি এম্পিয়ার কারেন্ট ও ৩ ভোল্ট একটি এলইডি জ্বালানোর জন্যে ব্যবহার হয়রাস্তায় ইদানিং যে বড় স্ক্রিনের টিভি দেখা যায় তাও অসংখ্য এলইডি এর সমন্বয়এগুলো এক একটি সাতটি পর্যন্ত রং প্রদর্শন করতে পারে

এলইডি-এর কার্যনীতি:

এলইডি প্রকৃতপক্ষে একটি সম্মুখ ঝোঁক বিশিষ্ট P-N জাংশন ডায়োডএটি GaAs, GaP প্রভৃতি অর্ধপরিবাহী যৌগ দ্বারা প্রস্তুত করা হয় যাতে তাদের বেশিরভাগ শক্তি আলো হিসেবে নির্গত হয়এই আলোর বর্ণ ব্যবহৃত বস্তুর উপাদানের উপর নির্ভর করে

No comments:

Post a Comment