Wednesday, July 31, 2013

Power Factor

                                                                                 Download



পাওয়ার ফ্যাক্টর (Power factor): 

পাওয়ার এর প্রকারভেদ :


পাওয়ার তিন ধরনের-
Apparent Power (
আপাত পাওয়ার) = V * I (ভোল্টেজ* কারেন্ট) (এই পাওয়ার কে অনেকেই ডিসি পাওয়ার বলে)

Re Active Power ( প্রতি কার্যকরী পাওয়ার) = V * I * Sin( V এবং I এর মধ্যবতী কোণ) (পেলান্টি পাওয়ার ও বলে)

Active Power ( কার্যকরী পাওয়ার) = V * I * Cos( V এবং I এর মধ্যবতী কোণ) (মূলত এই পাওয়ারটাই আমরা ব্যবহার করি)

পাওয়ার ফ্যাক্টর(Power factor):

Power factor হল voltage এবং current এর মধ্যে অবস্থিত angle এর Cosine. বিভিন্ন Electrical equipment এর Inductance এবং Capacitance এর কারনে AC সোর্সের Voltage এবং Current এর মধ্যে angle এর difference চলে আসেযেমন inductor, current এর change কে বাধা দেয়, ফলে voltage এর থেকে current পিছিয়ে(lag) পড়ে
আবার Capacitor এর বেলায় ঘটনা উল্টো সেক্ষেত্রে Current এগিয়ে(lead) যায়




No comments:

Post a Comment